নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
মুরগির ক্ষেত্রে স্বাভাবিকভাবে কতদিন 'তা’ দেবার পর বাচ্চা বেরােয়—
(a) 15 দিন
(b) 6 দিন
(c) 7 দিন
(d) 21 দিন
উত্তর: D
প্রশ্ন:২
ভৌত মিউটাজেন হল—
(a) সােডিয়াম অ্যাজাইড এবং গামা রশ্মি
(b) X-রশ্মি
(c) X-রশ্মি এবং গামা রশ্মি
(d) EMS এবং X-রশ্মি
উত্তর: C
প্রশ্ন:৩
ঘড়ি কোন্ প্রাণীর ব্রিড—
(a) উট
(b) শূকর
(c) ঘােড়া
(d) গোরু
উত্তর: B
প্রশ্ন:৪
সর্বাধিক জিনগত ভ্যারিয়েশন কোন্ কোন্ পদ্ধতির মাধ্যমে করা যায় ?
(a) সিলেকশন, ইন্ট্রোডাকশন এবং মিউটেশন
(b) মিউটেশন, হাইব্রিডাইজেশন, ইন্ট্রোডাকশন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(c) ইন্টোডাকশন, হাইব্রিডাইজেশন
(d) ইন্ট্রোডাকশন, হাইব্রিডাইজেশন এবং সিলেকশন
উত্তর: B
প্রশ্ন:৫
প্রত্যেক উদ্ভিদ কোশই টোটিপটেন্ট, এই ধারণাটা কে প্রবর্তন করেন ?
(a) E.C Cocking
(b) G. Haberlandt
(c) P.R. White
(d) F.C Steward
উত্তর: B
প্রশ্ন:৬
উদ্ভিদ টিস্যু কালচারের পদ্ধতিটি Gottliele Haberlandt কবে চালু করেন ?
(a) 1901 খ্রিস্টাব্দে
(b) 1902 খ্রিস্টাব্দে
(c) 1903 খ্রিস্টাব্দে
(d) 1900 খ্রিস্টাব্দে
উত্তর: B
প্রশ্ন:৭
Triticale হল প্রথম ব্যক্তি যিনি শস্যদানা উৎপন্ন করেন। এটি উৎপাদনের ক্ষেত্রে তিনি যে দুটি প্রজাতির ব্যবহার করেন, তার মধ্যে একটি হল Triticum, অপরটি কি ?
(a) Rye
(b) Saccharum
(c) Barley
(d) Sarghum
উত্তর: A
প্রশ্ন:৮
Pebrine রোগটি হল—
(a) মাছের
(b) সিল্কওয়ার্মের
(c) মৌমাছির
(d) লাক্ষার
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌমাছির মােমগ্রন্থি উৎপাদিত বস্তু ?
(a) মোম
(b) মধু
(c) পরাগরেণু বা পরাগ
(d) প্রােপেলিস
উত্তর: A
প্রশ্ন:১০
রয়্যাল জেলি যা যা দিয়ে তৈরি, তা হল—
(a) মধু
(b) পাচিত মধু এবং পােলেন মিশ্রিত গ্রন্থিময় ক্ষরণ পদার্থ
(c) মিউকাস
(d) পােলেন
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment