দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
মুরগির ক্ষেত্রে স্বাভাবিকভাবে কতদিন 'তা’ দেবার পর বাচ্চা বেরােয়—
(a) 15 দিন
(b) 6 দিন
(c) 7 দিন
(d) 21 দিন
উত্তর: D
প্রশ্ন:২
ভৌত মিউটাজেন হল—
(a) সােডিয়াম অ্যাজাইড এবং গামা রশ্মি
(b) X-রশ্মি
(c) X-রশ্মি এবং গামা রশ্মি
(d) EMS এবং X-রশ্মি
উত্তর: C
প্রশ্ন:৩
ঘড়ি কোন্ প্রাণীর ব্রিড—
(a) উট
(b) শূকর
(c) ঘােড়া
(d) গোরু
উত্তর: B
প্রশ্ন:৪
সর্বাধিক জিনগত ভ্যারিয়েশন কোন্ কোন্ পদ্ধতির মাধ্যমে করা যায় ?
(a) সিলেকশন, ইন্ট্রোডাকশন এবং মিউটেশন
(b) মিউটেশন, হাইব্রিডাইজেশন, ইন্ট্রোডাকশন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(c) ইন্টোডাকশন, হাইব্রিডাইজেশন
(d) ইন্ট্রোডাকশন, হাইব্রিডাইজেশন এবং সিলেকশন
উত্তর: B
প্রশ্ন:৫
প্রত্যেক উদ্ভিদ কোশই টোটিপটেন্ট, এই ধারণাটা কে প্রবর্তন করেন ?
(a) E.C Cocking
(b) G. Haberlandt
(c) P.R. White
(d) F.C Steward
উত্তর: B
প্রশ্ন:৬
উদ্ভিদ টিস্যু কালচারের পদ্ধতিটি Gottliele Haberlandt কবে চালু করেন ?
(a) 1901 খ্রিস্টাব্দে
(b) 1902 খ্রিস্টাব্দে
(c) 1903 খ্রিস্টাব্দে
(d) 1900 খ্রিস্টাব্দে
উত্তর: B
প্রশ্ন:৭
Triticale হল প্রথম ব্যক্তি যিনি শস্যদানা উৎপন্ন করেন। এটি উৎপাদনের ক্ষেত্রে তিনি যে দুটি প্রজাতির ব্যবহার করেন, তার মধ্যে একটি হল Triticum, অপরটি কি ?
(a) Rye
(b) Saccharum
(c) Barley
(d) Sarghum
উত্তর: A
প্রশ্ন:৮
Pebrine রোগটি হল—
(a) মাছের
(b) সিল্কওয়ার্মের
(c) মৌমাছির
(d) লাক্ষার
উত্তর: B
প্রশ্ন:৯
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌমাছির মােমগ্রন্থি উৎপাদিত বস্তু ?
(a) মোম
(b) মধু
(c) পরাগরেণু বা পরাগ
(d) প্রােপেলিস
উত্তর: A
প্রশ্ন:১০
রয়্যাল জেলি যা যা দিয়ে তৈরি, তা হল—
(a) মধু
(b) পাচিত মধু এবং পােলেন মিশ্রিত গ্রন্থিময় ক্ষরণ পদার্থ
(c) মিউকাস
(d) পােলেন
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment