নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
সবচেয়ে বেশি ফলিত উদ্ভিদ হল—
(a) হ্যাপ্লয়েড
(b) অ্যানিউপ্লয়েড
(c) অ্যালােপলিপ্লয়েড
(d) অটোপলিপ্লয়েড
উত্তর: C
প্রশ্ন:২
পরাগধানী কালচার তৈরিতে কী ব্যবহৃত হয় ?
(a) জীবাণুমুক্ত উদ্ভিদ
(b) হ্যাপ্লয়েড উদ্ভিদ
(c) পুং উদ্ভিদ
(d) উপরের সবকটিই
উত্তর: B
প্রশ্ন:৩
Colchicine প্রয়ােগে নিম্নলিখিত কোন্ পরিবর্তনগুলি ঘটে ?
(a) জিন মিউটেশন
(b) ক্রোমােজোমের ত্রুটি
(c) দ্রুত প্রতিলিপিকরণ
(d) ক্রোমােজোমের ডুপ্লিকেশন
উত্তর: D
প্রশ্ন:৪
বার্ড-ফ্লুতে আক্রান্ত হয়—
(a) হাঁস
(b) পােলট্রি
(c) পরিযায়ী পাখি
(d) ওপরের সবকটিই
উত্তর: D
প্রশ্ন:৫
পরাগহীনকরণে ফুলের যে অংশটিকে বাদ দেওয়া হয়, তা হল—
(a) পরাগধানী
(b) পুষ্পপুট
(c) ডিম্বক
(d) গর্ভমুণ্ড
উত্তর: A
প্রশ্ন:৬
Barloug নতুন কী প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন ?
(a) আখ
(b) আম
(c) ধান
(d) গম
উত্তর: D
প্রশ্ন:৭
পােলট্রিতে ককসিডিওসিস হওয়ার কারণ হল—
(a) ভাইরাস
(b) প্রােটোজোয়া প্যারাসাইট
(c) টেপওয়ার্ম
(d) নিমাটোড প্যারাসাইট
উত্তর: B
প্রশ্ন:৮
উদ্ভিদকোশের সম্পূর্ণ উদ্ভিদ পুনরুৎপাদনের ক্ষমতাকে বলে—
(a) সেল ক্লোনিং
(b) টিস্যু কালচার
(c) টোটিপটেনসি
(d) প্লিউরিপােটেনসি
উত্তর: C
প্রশ্ন:৯
ক্যালাস হল—
(a) উদ্ভিদের উপজাত বস্তু
(b) উদ্ভিদ হরমােন
(c) অবিভেদিত কলা
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:১০
টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অধিক সংখ্যক প্ল্যান্টলেটস্ পাওয়ার পদ্ধতিকে বলে—
(a) ম্যাক্রোপ্রােপাগেশন
(b) অরগ্যান কালচার
(c) মাইক্রোপ্রােপাগেশন
(d) প্ল্যান্টলেট কালচার
উত্তর: C
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
Comments
Post a Comment