দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জীববিদ্যা ও মানবকল্যাণ
👉প্রশ্ন:১
‘ব্ল্যাক ওয়াটার ফিভার’ একটি গুরুতর ব্যাধি, এটি কীসর জন্য হয় ?
(a) P. falciparum
(b) P. ovale
(c) P. malariae
(d) Plasmodium vivax
উত্তর: B
👉প্রশ্ন:২
ভ্যাকসিনেশন-এর ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রম্যতার কোন্ বৈশিষ্ট্যটিকে ধরা হয় ?
(a) ডাইভারসিটি
(b) মেমারি
(c) a এবং b উভয়ই
(d) স্পেসিফিসিটি
উত্তর: B
👉প্রশ্ন:৩
যে রােগে মেরুদন্ড বা স্পাইনাল কর্ডের পৃষ্ঠদেশীয় শৃঙ্গ কোশ ধ্বংসপ্রাপ্ত হয়—
(a) আর্থ্রাইটিস
(b) ফাইলেরিয়া
(c) পােলিও
(d) ম্যালেরিয়া
উত্তর: C
👉প্রশ্ন:৪
যে রােগে মূত্রত্যাগের সময় জেনিটালিয়াতে ব্যথা এবং জ্বালা করে তা হল—
(a) মাম্পস্
(b) ট্রাকোমা
(c) গনােরিয়া
(d) সিফিলিস
উত্তর: C
👉প্রশ্ন:৫
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে জোড়বদ্ধ ?
(a) ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন—মুম্বাই
(b) ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেবল ডিজিজ—লখনউ
(c) সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট—কাসাউলি
(d) ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরােলজি—পুণে
উত্তর: D
👉প্রশ্ন:৬
হেলমিনটিক ব্যাধি পরিবাহিত হয়—
(a) ময়লাযুক্ত হাতের মাধ্যমে
(b) খাদ্যের মাধ্যমে
(c) সংক্রমিত মাটির মাধ্যমে
(d) ওপরের সবকটি
উত্তর: D
👉প্রশ্ন:৭
T-কোশের আয়ু হল—
(a) 4-5 মাস
(b) 4-5 বছর
(c) 4-5 সপ্তাহ
(d) 4-5 দিন
উত্তর: B
👉প্রশ্ন:৮
অনাক্রম্যতন্ত্র গঠিত হয় যার দ্বারা—
(a) রসভিত্তিক এবং কোশভিত্তিক তন্ত্র
(b) অ্যান্টিজেন ইনডিউসড অ্যান্টিবডি
(c) রসভিত্তিক তন্ত্র
(d) রক্তভিত্তিক এবং ফাইব্রাস তন্ত্র
উত্তর: A
👉প্রশ্ন:৯
রােগের ক্ষেত্রে অঙ্গগত প্রতিবন্ধক হল—
(a) মিউকাস পর্দা
(b) মিউকাস এবং সিলিয়া
(c) ত্বক
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: D
👉প্রশ্ন:১০
যার নিমিত্ত ক্যানসার রােগ হয়—
(a) মেটাস্ট্যাসিস
(b) কারসিনােজেন
(c) কারসিনােমা
(d) অঙ্কোজিন
উত্তর: B
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜
⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜⮞⮞⮞⮜⮜⮜

Comments
Post a Comment