দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS Special MCQs
Biology
জিনতত্ত্ব ও বিবর্তন
প্রশ্ন:১
চক্রাকার DNA দেখা যায়—
(a) ক্লোরােপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া
(b) ভাইরাস
(c) ব্যাকটেরিয়া, ক্লোরােপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া
(d) সবকটিই
উত্তর: C
প্রশ্ন:২
RNA থেকে DNA প্রস্তুতিতে কোন্ উৎসেচক প্রয়ােজন ?
(a) DNA পলিমারেজ
(b) DNA হেলিকেজ
(c) রিভার্স ট্রান্সক্রিপটেজ
(d) RNA পলিমারেজ
উত্তর: C
প্রশ্ন:৩
সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে—
(a) 4
(b) 3
(c) 2
(d) 1
উত্তর: B
প্রশ্ন:৪
অপেরন মডেল, রেগুলেটর জিন কীসের মতাে কাজ করে ?
(a) ইনহিবিটর
(b) রেগুলেটর
(c) রিপ্রেসর
(d) সবকটিই
উত্তর: C
প্রশ্ন:৫
ট্রানস্লেশনের পদ্ধতি হল—
(a) RNA সিন্থেসিস
(b) DNA সিন্থেসিস
(c) প্রোটিন সিন্থেসিস
(d) রাইবােজোম সিন্থেসিস
উত্তর: C
প্রশ্ন:৬
টামিন কোন্ ভাইরাসের ওপর কাজ করেন ?
(a) রেট্রোভাইরাস
(b) হারপিস ভাইরাস
(c) ডেঙ্গু ভাইরাস
(d) রাইনােভাইরাস
উত্তর: A
প্রশ্ন:৭
ট্রান্সক্রিপশনের জন্য কোন্ উৎসেচক প্রয়ােজন ?
(a) DNA পলিমারেজ
(b) RNA পলিমারেজ
(c) এন্ডােনিউক্লিয়েজ
(d) RNA-এজ
উত্তর: B
প্রশ্ন:৮
নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন—
(a) মিয়েশ্চার
(b) উইলকিন
(c) খােরানা
(d) ওয়াটসন এবং ক্রিক
উত্তর: A
প্রশ্ন:৯
নন জেনেটিক RNA হয়—
(a) একপ্রকার
(b) দু-প্রকার
(c) তিন প্রকার
(d) চার প্রকার
উত্তর: B
প্রশ্ন:১০
দ্বিতন্ত্রী DNA গঠনের প্রস্তাবটি দেন—
(a) হুক এবং হাক্সলি
(b) ওয়াটসন এবং ক্রিক
(c) স্লেইডেন এবং সােয়ান
(d) বিডল এবং টাটম
উত্তর: B
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸

Comments
Post a Comment