WBCS Special VSQsBiologyজীববিদ্যা ও মানবকল্যাণ
প্রশ্ন:১
কোন্ দিনটিতে বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয় ?
উত্তর:
7 এপ্রিল।
প্রশ্ন:২
যে সমস্ত প্রাণী পরজীবী বহন করে এবং বিস্তার ঘটায় তাদের কী বলে ?
উত্তর:
বাহক।
প্রশ্ন:৩
আর্টারিওস্ক্লেরােসিস কী ধরনের রােগ ?
উত্তর:
ডিজেনারেটিভ বা ক্ষয়িষ্ণু।
প্রশ্ন:৪
শিশুদের রােজ কত ঘণ্টা ঘুমানাে উচিত ?
উত্তর:
12-13 ঘণ্টা।
প্রশ্ন:৫
স্বাস্থ্য কীসের বিপরীত অবস্থা ?
উত্তর:
রােগের।
প্রশ্ন:৬
মাঝারি বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কত ?
উত্তর:
5-7%।
প্রশ্ন:৭
একটি বংশগত রােগের নাম লেখাে।
উত্তর:
হিমােফিলিয়া।
প্রশ্ন:৮
ক্যানসার শব্দটি কোন্ ল্যাটিন শব্দ থেকে এসেছে ?
উত্তর:
ক্যানক্রাম (Cancrum)।
প্রশ্ন:৯
প্রাকৃতিক দুর্যোগপূর্ণ স্থানে (ঝড়, বন্যা, ভূমিকম্প) মানুষ সহজেই কোন্ জাতীয় রােগে আক্রান্ত হয়ে পড়ে ?
উত্তর:
এপিডেমিক বা মড়ক রােগে।
প্রশ্ন:১০
প্রতিদিন কতবার খাদ্যগ্রহণ করা দরকার ?
উত্তর:
দিনে 4-6 বার।
Comments
Post a Comment