উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
প্রস্তর কোশ কী ?
উত্তর:
স্থূল কোশপ্রাচীরবিশিষ্ট পাথরের মতাে শক্ত স্ক্লেরেনকাইমা কোশকে প্রস্তর কোশ বা স্টোন কোশ বলে। আপেল, পেয়ারা, নাসপাতি ইত্যাদি ফলে, মুগ, মটর প্রভৃতির বীজত্বকে প্রস্তর কোশ থাকে।
প্রশ্ন:২
এপিডারমিস ও এপিব্লেমার মূল পার্থক্য কী ?
উত্তর:
এপিডারমিসে কিউটিকল থাকে, এপিব্লেমাতে থাকে না।
প্রশ্ন:৩
ফ্লোয়েমের মৃত উপাদান কোনটি ?
উত্তর:
ফ্লোয়েম তন্তু।
প্রশ্ন:৪
বরফ উদ্ভিদ কাকে বলে ?
উত্তর:
কয়েক প্রকার উদ্ভিদের ত্বক কোশ থলির আকার ধারণ করে জল সঞ্চয় করে রাখে। শীতকালে এই জল কিছু কিছু বরফে রূপান্তরিত হয়, তাই এদের বরফ উদ্ভিদ (Ice plant) বলে।
প্রশ্ন:৫
বাস্ট তন্তু কাকে বলে ?
উত্তর:
ফ্লোয়েম কলায় অবস্থিত স্ক্লেরেনকাইমা তন্তুকে বাস্ট তন্তু বলে।
প্রশ্ন:৬
উদ্ভিদের কোথায় এপিব্লেমা থাকে ?
উত্তর:
মূলের বহিস্ত্বকের মুক্ত প্রান্তের বর্হিভাগে এপিব্লেমা থাকে।
প্রশ্ন:৭
ক্যালাস প্যাড কী ?
উত্তর:
শীতকালে সিভ প্লেটের ছিদ্রগুলি ক্যালােজ নামক কার্বোহাইড্রেট দিয়ে বন্ধ হয়ে যায়। একে ক্যালাস বা ক্যালাস প্যাড বলে।
প্রশ্ন:৮
স্ক্লেরেনকাইমা তন্তুর উদাহরণ দাও।
উত্তর:
পাট ও শনের তন্তু স্ক্লেরেনকাইমা তন্তু।
প্রশ্ন:৯
একটি নিউক্লিয়াসবিহীন সজীব কোশের উদাহরণ দাও।
উত্তর:
সিভ কোশ বা সিভনল।
প্রশ্ন:১০
জাইলেমের সজীব উপাদান কোনটি ?
উত্তর:
জাইলেম প্যারেনকাইমা।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-২[NEXT]
✸✸✸
Comments
Post a Comment