উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান
প্রশ্ন:১
নিয়ত দ্বিপার্শ্বীয় ও নিয়ত বহুপার্শ্বীয় পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় ?
উত্তর:
নিয়ত দ্বিপার্শ্বীয়— বেল,
বহুপার্শ্বীয়— আকন্দ।
প্রশ্ন:২
একটি গুচ্ছিত ফল ও একটি যৌগিক ফলের উদাহরণ দাও।
উত্তর:
গুচ্ছিত ফল— আতা,
যৌগিক ফল— আনারস।
প্রশ্ন:৩
দুটি অপ্রকৃত ফলের উদাহরণ দাও।
উত্তর:
চালতা, কাঁঠাল।
প্রশ্ন:৪
একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজের উদাহরণ দাও।
উত্তর:
একবীজপত্রী—ধান,
দ্বিবীজপত্রী—মটর।
প্রশ্ন:৫
রেসিম ও কোরিম্ব পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় ?
উত্তর:
রেসিম— সরিষা;
কোরিম্ব— কালকাসুন্দা।
প্রশ্ন:৬
চিনেবাদাম ও কমলালেবুর খাদ্যযােগ্য অংশ কী ?
উত্তর:
চিনেবাদাম—বীজপত্র,
কমলালেবু—এন্ডােকার্প থেকে উৎপন্ন রসালাে রােম।
প্রশ্ন:৭
স্প্যাডিক্স ও ক্যাপিচুলাম পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় ?
উত্তর:
স্প্যাডিক্স— কচু;
ক্যাপিচুলাম— সূর্যমুখী।
প্রশ্ন:৮
আম ও নারকেলের খাদ্যযােগ্য অংশ কী ?
উত্তর:
আম—মধ্যত্বক,
নারকেল—সস্য।
প্রশ্ন:৯
দুটি পারথেনােকারপিক ফলের উদাহরণ দাও।
উত্তর:
কলা, আঙুর।
প্রশ্ন:১০
উদুম্বর ও সায়াথিয়াম পুষ্পবিন্যাস কোথায় দেখা যায় ?
উত্তর:
উদুম্বর— ডুমুর;
সায়াথিয়াম— লালপাতা।
✸✸✸
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১[PREV]
⚡উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-৩[NEXT]
✸✸✸
Comments
Post a Comment