WBCS Special VSQs Biology জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন:১ মধু কী ? উত্তর: মধু মৌচাকের মৌ-প্রকোষ্ঠে অবস্থিত হলদে বা লালচে রঙের গাঢ় চটচটে তরল, যা প্রধানত শর্করা, খনিজ লবণ, ভিটামিন, উৎসেচক, অ্যাসিড ও রঞ্জক পদার্থ সহযােগে গঠিত। প্রশ্ন:২ প্রণােদিত প্রজননের প্রধান সুবিধাগুলি কী ? উত্তর: প্রণােদিত প্রজননে বিশুদ্ধ ডিম সংগ্রহ করা যায়। ডিমের পরিমাণ বাড়ানাে যায় এবং ডিমপােনা পরিবহণের ঝামেলা এড়ানাে যায়।