Skip to main content

Posts

Showing posts from February, 2021

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

  দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে?  (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি  উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে?  (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা  উত্তর: (গ) গমন

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৯

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ ভারতীয়দের গড় আয়ুষ্কাল হল— (a) 60-70 বছর (b) 50 বছরের কম (c) 50-60 বছর (d) 70-80 বছর উত্তর: A প্রশ্ন:২ অতীব ঠান্ডায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলা হয়— (a) হ্যালােফাইট (b) সাইক্রোফাইট (c) স্যাম্মোফাইট (d) অক্সালােফাইট উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৮

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ দক্ষিণ ভারতের আর্দ্র সবুজ অরণ্যের বৃক্ষটি হল— (a) Hopea (b) Andropagon (c) Panicum (d) Lantana উত্তর: A প্রশ্ন:২ ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন্ স্তরে— (a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) থার্মোস্ফিয়ার (c) লিথােস্ফিয়ার (d) মেসােস্ফিয়ার উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৭

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ মাইকোরােইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ— (a) সিমবায়ােসিস (b) এক্টোপ্যারাসিটিজম (c) এন্ডােপ্যারাসিটিজম (d) ডিকম্পােজর বা বিয়ােজক উত্তর: A প্রশ্ন:২ একটি পপুলেশনে জিন কম্পাঙ্কের যে প্রকরণ ঘটে তা সম্ভাব্য অপেক্ষা প্রাকৃতিক নির্বাচন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে বলে— (a) জেনেটিক কোড (b) জেনেটিক ফ্লো (c) জেনেটিক ড্রিফট (d) বিক্ষিপ্ত মিলন উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৬

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ ইকোসিস্টেমের অন্তর্গত কোনটি ? (a) খাদ্যজাল (b) খাদ্যশৃঙ্খল (c) a ও b উভয়ই (d) কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ সর্বোচ্চ শক্তি গৃহীত হয় কার দ্বারা ? (a) মুখ্য খাদক (b) গৌণ খাদক (c) বিয়ােজক (d) উৎপাদক উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৫

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ মূল ও পত্ররন্ধ্র অনুপস্থিত— (a) থ্যালােফাইটসে (b) হাইড্রোফাইটসে  (c) মেসােফাইটসে (d) হাইগ্রোফাইটসে উত্তর: B প্রশ্ন:২ Acacia arabica হল— (a) মেসােফাইট (b) জেরােফাইট (c) হাইড্রোফাইট (d) কোনটিই নয় উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৪

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনাে সম্প্রদায়ের (Community) আত্মরক্ষাকারী উপায় হল— (a) মিমিক্রি (b) কমপিটিশন (c) সিমবায়ােসিস (d) প্যারাসিটিজম উত্তর: A প্রশ্ন:২ ‘পপুলেশন’ এর গভীর অর্থ—Self perpetuation unit এটি সর্বপ্রথম কে প্রণয়ন করেন— (a) Spencer (b) Malthus (c) Odum (d) Mbium উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১৩

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ Urn-shaped পপুলেশন পিরামিডের প্রকৃতি হল— (a) স্থায়ী (b) দ্রুত (c) বর্ধনশীল (d) অবক্ষয় উত্তর: D প্রশ্ন:২ একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগােষ্ঠীকে বলা হয়— (a) বায়ােস্ফিয়ার (b) বায়ােমাস (c) জীবসম্প্রদায় (d) লিথােস্ফিয়ার উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১২

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ (জন্মহার)–(মৃত্যুহার)= (a) পপুলেশন সূচক (b) প্রজনন হার (c) পপুলেশন ঘনত্ব (d) কোনােটিই নয় উত্তর: A প্রশ্ন:২ জাঙ্গল উদ্ভিদে বাষ্পমােচন হয় প্রধানত কার মাধ্যমে— (a) পরিবর্তিত কাণ্ড (b) মূল (c) পত্ররন্ধ্র (d) শল্কপত্র উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১১

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়— (a) স্পঞ্জি প্যারেনকাইমা (b) পুরু কিউটিকল্ (c) সুদৃঢ় যান্ত্রিক কলা (d) কোনােটিই নয় উত্তর: A প্রশ্ন:২ যে সকল প্রাণী লবণাক্ততার তারতম্য সহ্য করতে পারে না তাদের বলা হয়— (a) ইউরিহ্যালাইন (b) ক্যাটাড্রোমাস (c) স্টেনােহ্যালাইন (d) অ্যানাড্রোমাস উত্তর: C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১০

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ মূলযুক্ত আংশিক নিমজ্জিত জলজ উদ্ভিদ কোনটি— (a) Najas (b) Potamogeton (c) Rannunculus (d) কোনোটিই নয় উত্তর: B প্রশ্ন:২ এস্টিভেশন করে ক্ষেত্রে দেখা যায়— (a) লাংফিস (b) পরিযায়ী পাখি (c) হরিণ (d) সরীসৃপ উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৯

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কত ধরনের ইকোলজিক্যাল পিরামিড দেখা যায় ? (a) 3 (b) 5 (c) 2 (d) 4 উত্তর: A প্রশ্ন:২ ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে অবস্থান করে— (a) খাদক (b) তৃণভােজী (c) উৎপাদক (d) কোনােটিই নয় উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৮

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ Nepenthes কোন্ শ্রেণির অন্তর্ভুক্ত— (a) উৎপাদক (b) গৌণ খাদক (c) প্রাথমিক খাদক (d) a ও b উভয়ই উত্তর: D প্রশ্ন:২ কোনটির বায়ােমাস সর্বাপেক্ষা বেশি ? (a) ক্রান্তীয় বৃষ্টিবহুল অরণ্য (b) তাইগা (c) শীতল অরণ্য (d) অ্যালাপাইন অরণ্য উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৭

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোন্ গ্যাসটির পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্বের জলবায়ুর পরিবর্তন দেখা দিয়েছে ? (a) CO2 (b) জলীয় বাষ্প (c) O2 (d) N2 উত্তর: A প্রশ্ন:২ পুকুর/ঘাসজমির বাস্তুতন্ত্রে সর্বাপেক্ষা বেশি সংখ্যক কী লক্ষ করা যায় ? (a) খাদক (b) উৎপাদক (c) বিয়ােজক (d) সর্বোচ্চ খাদক  উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৬

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোন্ বাস্তুতন্ত্রে সর্বোচ্চ উৎপাদন দেখা যায়— (a) অরণ্য (b) মরুভূমি (c) সমুদ্র (d) পুকুর উত্তর: A প্রশ্ন:২ দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযােগস্থলটিকে বলা হয়— (a) নিচ্ (b) হ্যাবিটাট (c) ইকোটাইপ (d) ইকোটোন উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৫

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ নিম্নলিখিত কোন্ বিষয় শুধুমাত্র উদ্ভিদকে প্রভাবিত করে— (a) প্রতিযােগিতা (b) মাটির বায়ুধারণ আলাদা (c) উষ্ণতা (d) উচ্চতা উত্তর: B প্রশ্ন:২ নিম্নলিখিত কোনটি প্যাথােজেনিক পরজীবী ? (a) Salmonella sp. (b) Bacillus (c) E.coli (d) Entamoeba sp. উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৪

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনগুলি বাস্তুতন্ত্রের অজীবজাত উপাদান মধ্যস্থ জৈব পদার্থ ? (a) সালফার (b) ফসফরাস (c) ফ্যাট (d) কার্বোহাইড্রেট উত্তর: C, D প্রশ্ন:২ ডি-নাইট্রিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলি হল— (a) Pseudomonos (b) Azotobacter (c) Thiobocillus (d) Rhizobium উত্তর: A, C

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-৩

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ জল সঞ্চয়ী পাতার কোশে থাকে— (a) মিউসিলেজ (b) বড়াে কোশগহ্বর (c) a ও b উভয়ই (d) কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্র হল— (a) অ্যানােমিটার (b) পােটোমিটার (c) হাইড্রোমিটার (d) ফটোমিটার উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-২

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ কোনগুলি চিরহরিৎ বৃক্ষ— (a) Eugenia sp. (b) Jasminum sp. (c) Michelia sp. (d) Artocarpus sp. উত্তর: A, C, D প্রশ্ন:২ মূলযুক্ত অর্ধনিমজ্জিত উদ্ভিদগুলি হল— (a) Sagittaria (b) Enhydra (c) Vallisneria (d) Jussiaea উত্তর: A, B

[WBCS Special MCQs] Biology।।বাস্তব্যবিদ্যা ও পরিবেশ।।সেট-১

WBCS Special MCQs Biology বাস্তব্যবিদ্যা ও পরিবেশ প্রশ্ন:১ ইকোসিস্টেমের শক্তির উৎস হল— (a) ATP (b) সবুজ উদ্ভিদ (c) সূর্য (d) কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ এক ব্যক্তি খাদ্যরূপে দই গ্রহণ করছেন। ওই ব্যক্তি ট্রফিক লেভেলের কোন্ স্তরে অবস্থান করছেন ? (a) তৃতীয় (b) দ্বিতীয় (c) চতুর্থ (d) প্রথম উত্তর: A

[WBCS Special VSQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-২

WBCS Special VSQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ কী ? উত্তর:  যেসব উৎসেচক DNA খণ্ডিত করলে ব্যবহৃত হয়, যা প্রধানত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। প্রশ্ন:২ ভেক্টর কী ? উত্তর:  জিন ক্লোনিং-এর জন্য ভেক্টর হল এমন এক মাধ্যম যার সাহায্যে ইপ্সিত জিনকে পােষক কোশের মধ্যে ঢােকানাে যায়।

[WBCS Special VSQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১

WBCS Special VSQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ ইউক্যারিওট পােষক হিসেবে একটি বহুল ব্যবহৃত জীবের নাম করাে।  উত্তর:  ইস্ট। প্রশ্ন:২ ওয়েস্টার্ন ব্লটিং কী ? উত্তর:  যে ব্লটিং পদ্ধতিতে জেল থেকে প্রােটিনকে তোলা হয়।

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৯

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ cDNA হল— (a) চক্রকার DNA (b) প্যাঁচানাে DNA  (c) সাইটোপ্লাজমিক DNA (d) কমপ্লিমেন্টারি DNA উত্তর: D প্রশ্ন:২ কোনটি থেকে Bt জিন পাওয়া যায় ? (a) Brassica napus (b) Azolla (c) Bacillus thuringiensis (d) Rhizobium উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৮

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ SCID-তে জিন থেরাপির জন্য ভেক্টরের মতাে ব্যবহার হয়— (a) রেট্রোভাইরাস (b) এন্টেরােভাইরাস (c) আর্বোভাইরাস (d) রােটাভাইরাস উত্তর: A প্রশ্ন:২ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ কোনটি বেশি ব্যবহৃত হয় ? (a) অ্যানােফিলিস (b) ড্রাগন মাছি (c) ড্রাগন লিজার্ড (d) ফলমাছি উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৭

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ কোনটি ক্লোনিং প্লাসমিড, যেটি প্লাসমিডের মতাে নয় ? (a) pBAD-18-cam (b) pBCSK (c) pUC 18 (d) pET উত্তর: C প্রশ্ন:২ নীচের কোনটি DNA টেকনােলজি দ্বারা সিন্থেসিস হয় না ? (a) ইনসুলিন (b) হিমােগ্লোবিন (c) সােমাটোস্ট্যাটিন (d) ইন্টারফেরন উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৬

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ ক্লোনিং-এর অর্থ হল— (a) প্রকৃত জিনােটাইপের পুনঃস্থাপিত করা (b) জিনােটাইপ সংরক্ষণ (c) E.coli-তে HGH জিন উৎপাদন (d) কোনােটিই নয় উত্তর: B প্রশ্ন:২ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ একটি ভালাে ভেক্টর হল— (a) Agrobacterium tumefaciens (b) Bacillus thuringiensis (c) Bacillus amyloliquefaciens (d) Solmonella typhimurium উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৫

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ Bt টক্সিন কোথা থেকে পাওয়া যায় ? (a) প্রােক্যারিয়ট (b) ইউক্যারিয়ট (c) a এবং b উভয়ই (d) কোনােটিই নয় উত্তর: A প্রশ্ন:২ জেনেটিকাল ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়া দ্বারা কোনটি উৎপন্ন হয় ? (a) থাইরক্সিন (b) ইনসুলিন (c) গ্লুকাগন (d) ADH উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৪

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ সাদার্ন ব্লটিং-এ কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা হয় ? (a) tRNA (b) DNA (c) mRNA (d) প্রােটিন উত্তর: B প্রশ্ন:২ কোনটি রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ নয় ? (a) Eco RI  (b) Hind III (c) DNAse I (d) Pst-I উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১৩

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ যে পদ্ধতিতে DNA খণ্ডকের ভেঙে দেওয়া এবং নিবেশিত করা হয় অপর DNA অণুর মধ্যে, সেটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ? (a) জিন ক্লোনিং (b) জিন টাইপিং (c) জিন স্প্লাইসিং (d) DNA ফিঙ্গার প্রিন্টিং উত্তর: A প্রশ্ন:২ 1919 খ্রিস্টাব্দে ‘বায়ােটেকনােলজি’ শব্দটি কে দিয়েছিলেন ? (a) Nathans (b) Arber (c) Korenberg (d) Karl Erkey উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১২

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোন্ বন্ডের গঠনে লাইগেজেস অনুঘটকরূপে কাজ করে ? (a) H–H (b) C=C (c) C–H (d) C=O উত্তর: D প্রশ্ন:২ জিন ক্লোনিং-এর সাহায্যে বহিরাগত জিনপ্রাপ্ত জীবটিকে কী বলা হয় ? (a) ট্রান্সফরমড (b) ট্রান্সডিউসড (c) ট্রান্সজেনিক (d) ক্লোনড উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১১

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ কোনটি জেনেটিং ইঞ্জিনিয়ারিং-এর সঙ্গে সম্পর্কযুক্ত ? (a) প্লাসমিড  (b) মিউটেশন (c) প্লাসটিড (d) হাইব্রিড ভিগাের উত্তর: A প্রশ্ন:২ জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর অগ্রগতি সম্ভব হয়েছে কারণ— (a) এন্ডােনিউক্লিয়েজেস (b) এক্সোনিউক্লিয়েজেস (c) অঙ্কোজিন (d) ট্রান্সপােজোন উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১০

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ প্রথম রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ হল— (a) Eco RI (b) Hind-II (c) Ava I (d) Hind-III উত্তর: B প্রশ্ন:২ নীচের কোনটি জিন স্থানান্তকরণের প্রক্রিয়া ? (a) মাইক্রোইনজেকশন (b) ইলেক্ট্রোপােরেশন (c) পারটিকল গান (d) সবগুলিই উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৯

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ জিন ক্লোনিং-এর সময় কোনটিকে ‘জিন ট্যাক্সি’ বলা হয় ? (a) প্রােটোজোয়া (b) প্লাসমিড (c) ব্যাকটেরিয়াম (d) ভ্যাকসিন উত্তর: B প্রশ্ন:২ হিরুডিন হল— (a) জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর সৃষ্ট E.coli যা অ্যান্টিবায়ােটিক উৎপাদন করে (b) ট্ৰান্সজেনিক Brassica napus-এর প্রােটিন যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়  (c) Gossypium hirsutum (তুলো) থেকে বিষাক্ত অণু পৃথকীকরণ যা ফার্টিলিটি কমায় (d) Hordeum vulgare (বার্লি)-এর প্রােটিন যা বেশি লাইসিনযুক্ত উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৮

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ ভিটামিন B12 উৎপাদনে কোন্ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় ? (a) Bacillus megathenium (b) Propionibacterium freudenreichii (c) Streptomyces olivaceus (d) উপরের সবকটি উত্তর: D প্রশ্ন:২ একটি প্রােটিনের পরিপূরক হল— (a) Spirulina (b) Chlorella (c) Gracilaria (d) উপরের সবকটি উত্তর: A

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৭

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ বায়ােটেকনােলজির দ্বারা প্রথম উৎপাদিত ভিটামিন কোনটি ? (a) ভিটামিন-C (b) ভিটামিন-B2 (c) ভিটামিন-B1 (d) ভিটামিন-A উত্তর: A প্রশ্ন:২ স্যার আলেকজান্ডার ফ্লেমিং নীচের কোনটি থেকে পেনিসিলিন উৎপাদন করেছিলেন ? (a) Bacillus brevis (b) Penicillium griseofulvin (c) Penicillium notatum (d) Penicillium chrysogenum উত্তর: C

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৬

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোনটি বায়ােওয়েপন হিসেবে ব্যবহৃত হয় না ? (a) Bacillus anthracis (b) Bacillus thuringiensis toxin (c) Small pox (d) Botulinum toxin উত্তর: B প্রশ্ন:২ DNA ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন এবং সংশােধন করেন— (a) Francois Jacob (b) Beadle এবং Tatum (c) Jacques Monad (d) Alec Jefferys উত্তর: D

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৫

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ কৃত্রিম ক্রোমােজোম বাহকগুলি হল— (a) BAC (b) YAC (c) RAC (d) HAC উত্তর: A, B, D প্রশ্ন:২ ক্যানসার প্রস্তুতকারী কোন্ জিনগুলি বেশ সাফল্যের সঙ্গে চিহ্নিত করা গেছে ? (a) BRCA1 (b) p53 (c) ampR (d) CNBr উত্তর: A, B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৪

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় যে ফসল ভারতে তৈরি করা হয়েছে সেটি হল— (a) Bt তুলাে (b) টম্যাটো যা দেরিতে পাকে (c) হার্বিসাইড tolerant ভুট্টা (d) গােল্ডেন রাইস উত্তর: A প্রশ্ন:২ কোনগুলি ট্রান্সজেনিক প্রাণীর উদাহরণ ? (a) হরিণ ও জিরাফ (b) ইঁদুর ও ভেড়া (c) গােরু ও মহিষ (d) মুরগি ও হাঁস উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-৩

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ প্রথম ট্রান্সজেনিক ক্রপ হল— (a) তিসি (b) মটর (c) তুলো (d) টোবাকো উত্তর: D প্রশ্ন:২ ইনসুলিনের আণবিক গঠনের বর্ণনা করেন— (a) Korenberg (b) Sanger (c) Richardson (d) Swaminathan উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-২

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোনটির দ্বারা সবচেয়ে বেশি সংখ্যক অ্যান্টিবায়ােটিক উৎপন্ন হয় ? (a) Streptomyces (b) Penicillium (c) Bacillus (d) Cephalosporium উত্তর: A প্রশ্ন:২ নীচের কোন্ ব্যাকটেরিয়া থেকে রেস্ট্রিকশন এনজাইম Hind III কে আলাদা করা হয় ? (a) Hibiscus indicus (b) Haemophilus influenzae (c) Haemophilus indica (d) E.coli উত্তর: B

[WBCS Special MCQs] Biology।। জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ।।সেট-১

WBCS Special MCQs Biology জৈবপ্রযুক্তিবিদ্যা এবং এর প্রয়োগ প্রশ্ন:১ নীচের কোনটিতে Ti প্লাসমিড থাকে ? (a) E.coli (b) Agrobacterium tumefaciens (c) Salmonella typhimurium (d) Arabidopsis thaliana উত্তর: B প্রশ্ন:২ কোনটির গঠন জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে থাকে ? (a) প্লাসটিড (b) রেস্ট্রিকশন এন্ডােনিউক্লিয়েজ (c) DNA পলিমারেজ I (d) প্রােক্রোমােজোম উত্তর: B

[WBCS Special VSQs] Biology।।জীববিদ্যা ও মানবকল্যাণ।।সেট-৮

WBCS Special VSQs Biology জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন:১ ইনকিউবেটার কী ? উত্তর:  যে যন্ত্রে কৃত্রিম উপায়ে ডিম ফোটানাে হয় তাকে ইনকিউবেটর বলে। প্রশ্ন:২ একটি রেট্রোভাইরাসের নাম করাে। উত্তর:  HIV—Human Immunodeficiency Virus.

[WBCS Special VSQs] Biology।।জীববিদ্যা ও মানবকল্যাণ।।সেট-৭

WBCS Special VSQs Biology জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন :১ কোন্ দিনটিতে বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয় ? উত্তর:  7 এপ্রিল। প্রশ্ন:২ যে সমস্ত প্রাণী পরজীবী বহন করে এবং বিস্তার ঘটায় তাদের কী বলে ? উত্তর:  বাহক।

[WBCS Special VSQs] Biology।।জীববিদ্যা ও মানবকল্যাণ।।সেট-৬

WBCS Special VSQs Biology জীববিদ্যা ও মানবকল্যাণ প্রশ্ন:১ মধু কী ? উত্তর:  মধু মৌচাকের মৌ-প্রকোষ্ঠে অবস্থিত হলদে বা লালচে রঙের গাঢ় চটচটে তরল, যা প্রধানত শর্করা, খনিজ লবণ, ভিটামিন, উৎসেচক, অ্যাসিড ও রঞ্জক পদার্থ সহযােগে গঠিত। প্রশ্ন:২ প্রণােদিত প্রজননের প্রধান সুবিধাগুলি কী ? উত্তর:  প্রণােদিত প্রজননে বিশুদ্ধ ডিম সংগ্রহ করা যায়। ডিমের পরিমাণ বাড়ানাে যায় এবং ডিমপােনা পরিবহণের ঝামেলা এড়ানাে যায়।