দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য ১. উদ্ভিদের চলন (Plant Movement) উদ্ভিদ সাধারণত এক জায়গায় স্থির থাকে, তবে উদ্দীপকের প্রভাবে বা জৈবিক প্রয়োজনে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। একেই চলন বলে। চলন ও গমন: চলনে প্রাণীর মতো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না (ব্যতিক্রম: ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স)। গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান: তিনি প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। তার আবিষ্কৃত যন্ত্র হলো— ক্রেসকোগ্রাফ (Crescograph) ।
ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ
প্রশ্ন:১
ভারতে ও ভারতের বাইরে একটি করে গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও।
উত্তর:
ভারতের নর্মদা নদী উপত্যকা ও
জার্মানির রাইন নদী উপত্যকা হল দুটি গ্ৰস্তু উপত্যকার উদাহরণ।
প্রশ্ন:২
দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম করাে।
উত্তর:
ইটালির ভিসুভিয়াস ও ইন্দোনেশিয়ার ক্রাকাতােয়া হল দুটি জীবন্ত আগ্নেয়গিরি।
প্রশ্ন:৩
ভারতে ও ভারতের বাইরে একটি করে ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।
উত্তর:
ভারতের হিমালয় পর্বত ও উত্তর আমেরিকা মহাদেশে রকি পর্বত হল দুটি ভঙ্গিল পর্বতের উদাহরণ।
প্রশ্ন:৪
পৃথিবীর উচ্চতম ও বৃহত্তম উচ্চ মালভূমি দুটির নাম লেখাে।
উত্তর:
পৃথিবীর উচ্চতম মালভূমি হল তাজিকিস্তানে অবস্থিত পামীর মালভূমি (৪৮৭৮ মিটার)। পৃথিবীর বৃহত্তম-উচ্চ মালভূমি হল তিব্বত মালভূমি। এর গড় উচ্চতা (৩৬৫৫ মিটার)।
প্রশ্ন:৫
দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।
উত্তর:
দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল—
(i) ভারতের আরাবল্লি পর্বত এবং
(ii) আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান পর্বত।
প্রশ্ন:৬
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় অবস্থিত ?
উত্তর:
পশ্চিমবঙ্গে প্রবাহিত ভাগীরথী-হুগলি নদী এবং বাংলাদেশে প্রবাহিত পদ্মা-মেঘনা নদীর মধ্যবর্তী ত্রিকোণাকার সমভূমিই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি।
প্রশ্ন:৭
টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল ?
উত্তর:
বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, বহু যুগ আগে সেখানে টেথিস সাগর অবস্থিত ছিল।
প্রশ্ন:৮
গ্রাবেন কী ?
উত্তর:
দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অবনমিত গ্রস্ত উপত্যকাকে গ্রাবেন বলে।
প্রশ্ন:৯
দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম করাে।
উত্তর:
জাপানের ফুজিয়ামা ও আফ্রিকার মাউন্ট কেনিয়া হল দুটি সুপ্ত আগ্নেয়গিরি।
প্রশ্ন:১০
ভারতে ও ভারতের বাইরে একটি করে স্তূপ পর্বতের উদাহরণ দাও।
উত্তর:
ভারতের সাতপুরা পর্বত ও ফ্রান্সের ভােজ হল দুটি স্তূপ পর্বতের উদাহরণ।

Comments
Post a Comment