নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ভূমিরূপ ও তার শ্রেণীবিভাগ
প্রশ্ন:১
ভারতে ও ভারতের বাইরে একটি করে গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও।
উত্তর:
ভারতের নর্মদা নদী উপত্যকা ও
জার্মানির রাইন নদী উপত্যকা হল দুটি গ্ৰস্তু উপত্যকার উদাহরণ।
প্রশ্ন:২
দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম করাে।
উত্তর:
ইটালির ভিসুভিয়াস ও ইন্দোনেশিয়ার ক্রাকাতােয়া হল দুটি জীবন্ত আগ্নেয়গিরি।
প্রশ্ন:৩
ভারতে ও ভারতের বাইরে একটি করে ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।
উত্তর:
ভারতের হিমালয় পর্বত ও উত্তর আমেরিকা মহাদেশে রকি পর্বত হল দুটি ভঙ্গিল পর্বতের উদাহরণ।
প্রশ্ন:৪
পৃথিবীর উচ্চতম ও বৃহত্তম উচ্চ মালভূমি দুটির নাম লেখাে।
উত্তর:
পৃথিবীর উচ্চতম মালভূমি হল তাজিকিস্তানে অবস্থিত পামীর মালভূমি (৪৮৭৮ মিটার)। পৃথিবীর বৃহত্তম-উচ্চ মালভূমি হল তিব্বত মালভূমি। এর গড় উচ্চতা (৩৬৫৫ মিটার)।
প্রশ্ন:৫
দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।
উত্তর:
দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল—
(i) ভারতের আরাবল্লি পর্বত এবং
(ii) আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান পর্বত।
প্রশ্ন:৬
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোথায় অবস্থিত ?
উত্তর:
পশ্চিমবঙ্গে প্রবাহিত ভাগীরথী-হুগলি নদী এবং বাংলাদেশে প্রবাহিত পদ্মা-মেঘনা নদীর মধ্যবর্তী ত্রিকোণাকার সমভূমিই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি।
প্রশ্ন:৭
টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল ?
উত্তর:
বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, বহু যুগ আগে সেখানে টেথিস সাগর অবস্থিত ছিল।
প্রশ্ন:৮
গ্রাবেন কী ?
উত্তর:
দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অবনমিত গ্রস্ত উপত্যকাকে গ্রাবেন বলে।
প্রশ্ন:৯
দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম করাে।
উত্তর:
জাপানের ফুজিয়ামা ও আফ্রিকার মাউন্ট কেনিয়া হল দুটি সুপ্ত আগ্নেয়গিরি।
প্রশ্ন:১০
ভারতে ও ভারতের বাইরে একটি করে স্তূপ পর্বতের উদাহরণ দাও।
উত্তর:
ভারতের সাতপুরা পর্বত ও ফ্রান্সের ভােজ হল দুটি স্তূপ পর্বতের উদাহরণ।
Comments
Post a Comment