পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
‘গ্লুকোমা’ মানবদেহের কোন্ অংশের রোগ—
উত্তর: চোখ।
প্রশ্ন:২
শ্বেতসার যকৃৎ-এ সঞ্চিত থাকে—
উত্তর: গ্লাইকোজেন রূপে।
প্রশ্ন:৩
কিসের মাধ্যমে রেফ্রিজারেটরে শীতলীকরণ হয়—
উত্তর: সংনমিত গ্যাসের দ্রুত প্রসারন।
প্রশ্ন:৪
ব্যাকটেরিয়া ধ্বংসকারী লালা রসের উৎসেচক হল—
উত্তর: লাইসোজাইম।
প্রশ্ন:৫
রকেটে ডাই অক্সিজেন কিভাবে ব্যবহৃত হয়—
উত্তর: জারক হিসেবে।
প্রশ্ন:৬
ভিলাই কোথায় অবস্থিত—
উত্তর: ক্ষুদ্রান্তে।
প্রশ্ন:৭
জলে তীব্রতম অ্যাসিড কোনটি—
উত্তর: HI।
প্রশ্ন:৮
একজন পূর্ন প্রাপ্ত বয়স্ক পুরুষের গড়ে দৈনিক শক্তির প্রয়োজন হয়—
উত্তর: ৩০০০ কিলো ক্যালোরি।
প্রশ্ন:৯
লালা রসের ব্যাক্টিরিওলাইটিক উৎসেচক হল—
উত্তর: লাইসোজাইম।
প্রশ্ন:১০
সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত ?
উত্তর: ৩০০ টি।
Comments
Post a Comment