পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ICDS কথাটির পুরো নাম কী ?
উত্তর: Integrated Child Development Services।
প্রশ্ন:২
কোন্ জেলাটির ওড়িশা ও ঝাড়খন্ডের উভয়ের সাথে সীমানা রয়েছে—
উত্তর: ঝাড়গ্রাম।
প্রশ্ন:৩
অস্তগামী সূর্য লাল দেখার কারন কী ?
উত্তর: বিক্ষেপন।
প্রশ্ন:৪
সম্বল হরিন কোন্ রাজ্যের রাজ্য প্রানী—
উত্তর: ওড়িশা।
প্রশ্ন:৫
ইথিওপিয়ার রাজধানী নাম কি?
উত্তর: আদ্দিস আবাসি।
প্রশ্ন:৬
সিমলাপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত—
উত্তর: ওড়িশা।
প্রশ্ন:৭
সড়ক ই আজম তৈরী করেন কোন্ সম্রাট—
উত্তর: শেরশাহ।
প্রশ্ন:৮
পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত—
উত্তর: ৯ টি।
প্রশ্ন:৯
কোন্ জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই—
উত্তর: দক্ষিণ ২৪ পরগনা।
প্রশ্ন:১০
X-Rays নীচের কোনটি কে ভেদ করতে পারে না—
উত্তর: অ্যালুমিনিয়াম।
Comments
Post a Comment