পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
পেশিকোশের সংকোচন-প্রসারণে সাহায্যকারী প্রোটিন হল—
উত্তর:
অ্যাকটিন ও মায়োসিন।
প্রশ্ন:২
রক্তের প্রতিরক্ষা প্রদানকারী প্রোটিন—
উত্তর:
গ্লোবিউলিন।
প্রশ্ন:৩
লালাগ্রন্থিতে কোন্ আবরণী কলা থাকে ?
উত্তর:
ঘনকাকার আবরণী কলা।
প্রশ্ন:৪
ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তরে সাহায্য করে—
উত্তর:
লাইসোজোম।
প্রশ্ন:৫
মূলে কোন্ ধরনের নালিকা বান্ডিল দেখা যায় ?
উত্তর:
অরীয়।
প্রশ্ন:৬
পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে—
উত্তর:
গলগিবস্তু।
প্রশ্ন:৭
কোন্ শহরকে উদ্যান নগরী বলা হয়ে থাকে?
উত্তর:
বেঙ্গালুরু।
প্রশ্ন:৮
কাণ্ডের জাইলেমের প্রকৃতি হল—
উত্তর:
এন্ডার্ক।
প্রশ্ন:৯
উদ্ভিদকোশে অনুপস্থিত অঙ্গাণু হল—
উত্তর:
সেন্ট্রোজোম।
প্রশ্ন:১০
চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর:
রাজেন্দ্র চোল।
Comments
Post a Comment