প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মালাবার উপকূল
কর্ণাটক রাজ্যের দক্ষিণ প্রান্তবর্তী ম্যাঙ্গালোর থেকে কেরালা উপকূল হয়ে তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী পর্যন্ত প্রসারিত উপকূলবর্তী সমভূমি মালাবার উপকূল সমভূমি নামে পরিচিত। এই উপকূল প্রায় ৭২৫ কিমি দীর্ঘ এবং পূর্ব-পশ্চিমে প্রায় ৬৫ কিমি চওড়া।
মালাবার উপকূলে অসংখ্য বালিয়াড়ি, জলাভূমি, হ্রদ, উপহ্রদ, ও উপকূলবর্তী জলাভূমি প্রভৃতি দেখতে পাওয়া যায়। ক্রমাগত ভূ-আলোড়নের ফলে এই উপকূলের বারবার উত্থান ও নিমজ্জন ঘটেছে। এইসব ঘটনার চিহ্ন হিসেবে এখানে অসংখ্য উপহ্রদ বা জলাভূমি বা ‘ব্যাকওয়াটার্স’ দেখা যায়, যারা ‘কেরালা ব্যাকওয়াটার্স’ নামে খ্যাত। এইসব বালিয়াড়িগুলি ‘টেরিস’ ও উপহ্রদগুলি স্থানীয়ভাবে ‘কয়াল’ নামে পরিচিত। কয়াল–এর মধ্যে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ ‘ভেমবানাদ কয়াল’ নামে উপহ্রদটি বিখ্যাত। উপকূলগুলিকে খালপথে যুক্ত করে উপকূলের জলপথ পরিবহণ ব্যবস্থাকে উন্নত করা হয়েছে। কোচিন এই উপকূলের প্রধান বন্দর ও শহর। প্রচুর বৃষ্টি হয় তাই এই সমভূমি যথেষ্ট উর্বর। ধান, নারকেল, রবার ও মশলা এই সমভূমির প্রধান কৃষিজ ফসল।
Comments
Post a Comment