ভারতবর্ষের ভূপ্রকৃতিগত তারতম্য ও বিভাগসমূহ ভারতবর্ষ একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। এর ভূপ্রকৃতিতে পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, উপকূল এবং দ্বীপপুঞ্জ—সবকিছুরই সহাবস্থান দেখা যায়। এই প্রাকৃতিক বৈচিত্র্যের তারতম্য অনুযায়ী ভারতবর্ষকে প্রধানত পাঁচটি বা ছয়টি প্রধান ভাগে ভাগ করা যায়। ঐতিহাসিক ও ভৌগোলিক উভয় দৃষ্টিকোণ থেকেই এই বিভাগগুলো গুরুত্বপূর্ণ।
বাগার অঞ্চল
রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে, মরুস্থলীর পূর্বদিকে মরুপ্রায় অঞ্চল বা অর্ধমরু অঞ্চল ‘বাগার’ নামে পরিচিত। আরাবল্লী পর্বতের পাদদেশে, ভারতীয় মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত এই অঞ্চলটি মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অল্প বালুকাময় স্থান। এখানকার অধিকাংশ অঞ্চল ঘাসে ঢাকা, এর মধ্যে কোথাও কোথাও কৃষিকাজ হয়। রাজস্থান খাল এই অঞ্চলের কৃষিকাজের প্রসারে ব্যাপকভাবে সাহায্য করেছে। এই অঞ্চলের মধ্য দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে।
Comments
Post a Comment