বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
বাগার অঞ্চল
রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে, মরুস্থলীর পূর্বদিকে মরুপ্রায় অঞ্চল বা অর্ধমরু অঞ্চল ‘বাগার’ নামে পরিচিত। আরাবল্লী পর্বতের পাদদেশে, ভারতীয় মরুভূমির একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত এই অঞ্চলটি মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অল্প বালুকাময় স্থান। এখানকার অধিকাংশ অঞ্চল ঘাসে ঢাকা, এর মধ্যে কোথাও কোথাও কৃষিকাজ হয়। রাজস্থান খাল এই অঞ্চলের কৃষিকাজের প্রসারে ব্যাপকভাবে সাহায্য করেছে। এই অঞ্চলের মধ্য দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে।
Comments
Post a Comment