🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
কর্ণাটক মালভূমি
মহারাষ্ট্র মালভূমি বা ডেকানট্রাপের দক্ষিণে অবস্থিত কর্ণাটক রাজ্যের মালভূমিটিকে ‘কর্ণাটক মালভূমি’ বলা হয়। ভূ-আন্দোলনের ফলে উপকূলভাগ বসে গিয়ে খাঁড়িযুক্ত উপকূলের সৃষ্টি করেছে। গ্রানাইট ও নাইস পাথরে গঠিত এই মালভূমি অঞ্চলের গড় উচ্চতা ৬০০ মিটার থেকে ৯০০ মিটার। পশ্চিমঘাট থেকে সমুদ্র পর্যন্ত প্রসারিত শৈলশিরা, বালিয়াড়ি, জলাভূমি ও সংকীর্ণ নদী উপত্যকা এই উপকূল সমভূমিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। এই মালভূমির বেশিরভাগ অঞ্চলের মাটির রং লাল।
Comments
Post a Comment