দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
কর্ণাটক মালভূমি
মহারাষ্ট্র মালভূমি বা ডেকানট্রাপের দক্ষিণে অবস্থিত কর্ণাটক রাজ্যের মালভূমিটিকে ‘কর্ণাটক মালভূমি’ বলা হয়। ভূ-আন্দোলনের ফলে উপকূলভাগ বসে গিয়ে খাঁড়িযুক্ত উপকূলের সৃষ্টি করেছে। গ্রানাইট ও নাইস পাথরে গঠিত এই মালভূমি অঞ্চলের গড় উচ্চতা ৬০০ মিটার থেকে ৯০০ মিটার। পশ্চিমঘাট থেকে সমুদ্র পর্যন্ত প্রসারিত শৈলশিরা, বালিয়াড়ি, জলাভূমি ও সংকীর্ণ নদী উপত্যকা এই উপকূল সমভূমিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। এই মালভূমির বেশিরভাগ অঞ্চলের মাটির রং লাল।
Comments
Post a Comment