দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
কর্ণাটক মালভূমি
মহারাষ্ট্র মালভূমি বা ডেকানট্রাপের দক্ষিণে অবস্থিত কর্ণাটক রাজ্যের মালভূমিটিকে ‘কর্ণাটক মালভূমি’ বলা হয়। ভূ-আন্দোলনের ফলে উপকূলভাগ বসে গিয়ে খাঁড়িযুক্ত উপকূলের সৃষ্টি করেছে। গ্রানাইট ও নাইস পাথরে গঠিত এই মালভূমি অঞ্চলের গড় উচ্চতা ৬০০ মিটার থেকে ৯০০ মিটার। পশ্চিমঘাট থেকে সমুদ্র পর্যন্ত প্রসারিত শৈলশিরা, বালিয়াড়ি, জলাভূমি ও সংকীর্ণ নদী উপত্যকা এই উপকূল সমভূমিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। এই মালভূমির বেশিরভাগ অঞ্চলের মাটির রং লাল।
Comments
Post a Comment