পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
কোঙ্কণ উপকূল
পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে আরব সাগরের উপকূল বরাবর বিস্তৃত এবং উত্তরে দমন থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত প্রসারিত প্রায় ৫৩০ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ৫০ কিমি প্রশস্ত সমভূমিকে কোঙ্কণ উপকূল সমভূমি বলা হয়।
এই সমভূমির উপকূলভাগ খুবই ভগ্ন ও সংকীর্ণ। এত ভগ্ন উপকূলভাগ ভারতের আর কোথাও দেখতে পাওয়া যায় না। বৈতরণী, অম্বা ও উলহাস নদী প্রবাহিত হয়ে কোঙ্কণ উপকূলের সমুদ্রে মিশে খাঁড়ি সৃষ্টি করেছে। এই অঞ্চলের সমুদ্র উপকূলে কাদা ভর্তি জলাভূমি এবং বালুকাময় তটভূমি ছাড়াও কোথাও কোথাও সামুদ্রিক চড়া এবং লাভাগঠিত পাহাড় দেখা যায়। মুম্বই, রত্নগিরি, মার্মাগাঁও প্রভৃতি শহর এই উপকূলে অবস্থিত।
Comments
Post a Comment