নব্যবঙ্গ আন্দোলনের সূচনা ও উদ্দেশ্য - হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গীয়রা সমাজকে কুসংস্কারমুক্ত করতে চেয়েছিলেন। তবে এই কাজ করতে গিয়ে বেশকিছু বাড়াবাড়ি করে ফেলায় তাঁদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়। নব্যবঙ্গ আন্দোলন দ্রুত ভেঙে পড়ার কারণ— সহজাত কিছু ত্রুটির জন্য নব্যবঙ্গ আন্দোলন দ্রুত স্তিমিত হয়ে পড়ে। এখানে কয়েকটি ত্রুটি তুলে ধরা হলো —
দুন
‘দুন’ কথার অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক পাহাড় শিখর দেশ থেকে উত্তরে ক্রমশ নেমে গিয়ে প্রশস্ত উপত্যকায় মিলিত হয়েছে। কুমায়ুন হিমালয় অঞ্চলের নীচু উপত্যকাগুলিকে ‘দুন’ বলে।
বহুকাল আগে উচ্চ হিমালয় থেকে আসা নদীগুলি শিবালিক পর্বতশ্রেণিতে বাধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং এই হ্রদ অঞ্চলটি নদীগুলির বয়ে আনা পাথর, নুড়ি, পলি, বালি দ্বারা ভরাট হতে থাকে। পরবর্তীকালে এইসব নদীগুলি শিবালিক পর্বতকে কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে যে উপত্যকা গঠিত হয় স্থানীয় ভাষায় তা ‘দুন’ নামে পরিচিত।দেরাদুন বৃহত্তম দুন উপত্যকা (৭৫ কিমি লম্বা ও ১৫-২০ কিমি চওড়া)।
Comments
Post a Comment