পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
দুন
‘দুন’ কথার অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক পাহাড় শিখর দেশ থেকে উত্তরে ক্রমশ নেমে গিয়ে প্রশস্ত উপত্যকায় মিলিত হয়েছে। কুমায়ুন হিমালয় অঞ্চলের নীচু উপত্যকাগুলিকে ‘দুন’ বলে।
বহুকাল আগে উচ্চ হিমালয় থেকে আসা নদীগুলি শিবালিক পর্বতশ্রেণিতে বাধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং এই হ্রদ অঞ্চলটি নদীগুলির বয়ে আনা পাথর, নুড়ি, পলি, বালি দ্বারা ভরাট হতে থাকে। পরবর্তীকালে এইসব নদীগুলি শিবালিক পর্বতকে কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে যে উপত্যকা গঠিত হয় স্থানীয় ভাষায় তা ‘দুন’ নামে পরিচিত।দেরাদুন বৃহত্তম দুন উপত্যকা (৭৫ কিমি লম্বা ও ১৫-২০ কিমি চওড়া)।
Comments
Post a Comment