প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
দুন
‘দুন’ কথার অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক পাহাড় শিখর দেশ থেকে উত্তরে ক্রমশ নেমে গিয়ে প্রশস্ত উপত্যকায় মিলিত হয়েছে। কুমায়ুন হিমালয় অঞ্চলের নীচু উপত্যকাগুলিকে ‘দুন’ বলে।
বহুকাল আগে উচ্চ হিমালয় থেকে আসা নদীগুলি শিবালিক পর্বতশ্রেণিতে বাধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং এই হ্রদ অঞ্চলটি নদীগুলির বয়ে আনা পাথর, নুড়ি, পলি, বালি দ্বারা ভরাট হতে থাকে। পরবর্তীকালে এইসব নদীগুলি শিবালিক পর্বতকে কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে যে উপত্যকা গঠিত হয় স্থানীয় ভাষায় তা ‘দুন’ নামে পরিচিত।দেরাদুন বৃহত্তম দুন উপত্যকা (৭৫ কিমি লম্বা ও ১৫-২০ কিমি চওড়া)।
Comments
Post a Comment