দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
দুন
‘দুন’ কথার অর্থ হল দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক পাহাড় শিখর দেশ থেকে উত্তরে ক্রমশ নেমে গিয়ে প্রশস্ত উপত্যকায় মিলিত হয়েছে। কুমায়ুন হিমালয় অঞ্চলের নীচু উপত্যকাগুলিকে ‘দুন’ বলে।
বহুকাল আগে উচ্চ হিমালয় থেকে আসা নদীগুলি শিবালিক পর্বতশ্রেণিতে বাধাপ্রাপ্ত হয়ে হ্রদের সৃষ্টি করে এবং এই হ্রদ অঞ্চলটি নদীগুলির বয়ে আনা পাথর, নুড়ি, পলি, বালি দ্বারা ভরাট হতে থাকে। পরবর্তীকালে এইসব নদীগুলি শিবালিক পর্বতকে কেটে প্রবাহিত হলে হ্রদের জল সরে যে উপত্যকা গঠিত হয় স্থানীয় ভাষায় তা ‘দুন’ নামে পরিচিত।দেরাদুন বৃহত্তম দুন উপত্যকা (৭৫ কিমি লম্বা ও ১৫-২০ কিমি চওড়া)।
Comments
Post a Comment