মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
মালভূমির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
সাধারণত সমুদ্র সমতল থেকে ৩০০ মিটারের অধিক উচ্চতাসম্পন্ন চারপাশে খাড়া ঢালযুক্ত, তরঙ্গায়িত বা প্রায় তরঙ্গায়িত বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলে।
মালভূমির বৈশিষ্ট্য—
(১) মালভূমি সমুদ্র সমতল থেকে অন্তত ৩০০ মিটার উচ্চতায় অবস্থান করে।
(২) কখনো-কখনো মালভূমির উপরিভাগে ছোটোছোটো পাহাড় অবস্থান করে।
(৩) মালভূমির চারদিকের ঢাল বেশ বেশি।
(৪) মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা কিছুটা তরঙ্গায়িত।
(৫) মালভূমির প্রান্তদেশের ঢাল খাড়া হয়।
(৬) মালভূমি বিস্তীর্ণ উচ্চভূমি প্রকৃতির হয়।
(৭) বেশিরভাগ মালভূমি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যবচ্ছিন্ন হয়ে পড়ে।
(৮) মালভূমি অনেকটা দূর থেকে টেবিলের মতো দেখতে হয় বলে একে ‘Table Land' বলা হয়।
Comments
Post a Comment