ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
শিবালিক পর্বতশ্রেণি
২০ লক্ষ থেকে ২ কোটি বছর আগে হিমালয়ে প্রবল ভূ-আলোড়নের সময়ে শিবালিক পর্বতশ্রেণির সৃষ্টি হয়। হিমালয় পর্বতমালার দক্ষিণ প্রান্তে এবং উত্তর ভারতের সমভূমির উত্তর প্রান্তে একাধিক ছোটো ছোটো পর্বত পশ্চিম থেকে পূর্বে সারিবদ্ধভাবে অবস্থান করছে। এদের একত্রে শিবালিক পর্বতশ্রেণি বলে।
এটি হিমালয়ের সর্ব দক্ষিণের পর্বতশ্রেণি যা হিমাচল হিমালয়ের সমান্তরালভাবে দৈর্ঘ্যে প্রায় ২,৫০০ কিমি অঞ্চলে অবিচ্ছিন্নভাবে বিস্তৃত হয়েছে (তিস্তা নদীর উভয়দিকে ৮৫-৯০ কিমি অঞ্চল ছাড়া)। শিবালিক পর্বতশ্রেণি ১০-৫০ কিমি প্রশস্ত এবং এর গড় উচ্চতা ৬০০-১৫০০ মিটার। শিবালিক দক্ষিণে খাড়া ঢালযুক্ত, এবং উত্তরে মৃদু ঢালযুক্ত হয়ে প্রশস্ত উপত্যকায় মিলিত হয়েছে। উত্তরাখণ্ড রাজ্যে এই উপত্যকাগুলি ‘দুন’ নামে পরিচিত (যেমন–দেরাদুন, কোটা চৌখাম্বা প্রভৃতি)।
আরও পড়ুন::
Comments
Post a Comment