ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
করমণ্ডল উপকূল
কৃষ্ণানদীর বদ্বীপের পশ্চিমভাগ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত উপকূলভাগকে করমণ্ডল উপকূল বলে। এছাড়া, পুলিকট উপহ্রদ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত উপকূলকে তামিলনাড়ু উপকূলও বলা হয়।
তামিলনাড়ু উপকূলের কাবেরী নদী গঠিত বিশাল বদ্বীপ অঞ্চলটি মোহানা থেকে পশ্চিমদিকে দাক্ষিণাত্যের স্থলভাগের মধ্য দিয়ে পূর্ব-পশ্চিমে প্রায় ১০০ কিলোমিটার প্রসারিত হয়েছে। তামিলনাড়ু উপকূলে পুলিকট উপহ্রদ এবং গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে কোলারু হ্রদ অবস্থান করছে।
কাবেরী নদীর বদ্বীপ, ক্যালিমিয়ার অন্তরীপ, পাম্বান দ্বীপ ও কুমারিকা অন্তরীপ এই উপকূল সমভূমির উল্লেখযোগ্য অংশ। এ ছাড়া, তামিলনাড়ুর এন্নোর ও মহাবলিপুরমের কাছে দুটি হ্রদ রয়েছে। ক্যালিমিয়ার অন্তরীপ ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছে পকপ্রণালী। চেন্নাই ও তুতিকোরিন এই উপকূলের উল্লেখযোগ্য বন্দর, শহর ও শিল্পকেন্দ্র। কাবেরী বদ্বীপ অঞ্চলে বছরে দুবার বৃষ্টি ও সেখানকার ভূমি পলিগঠিত হওয়ায় প্রচুর ধান উৎপন্ন হয়। তাই এই অঞ্চলকে ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ বলে। এই উপকূলভাগে অবস্থিত বালিয়াড়ির গড় উচ্চতা ৩০–৬০ মিটার। বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় ‘থেড়িস্’ নামে পরিচিত।
Comments
Post a Comment