🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
মুখ্য জোয়ার
পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীকে চন্দ্রের পরিক্রমণের ফলে পৃথিবী ও চন্দ্রের অবস্থান বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়ার জন্য জোয়ারভাটারও তারতম্য হয়। আবর্তনের ফলে ভূপৃষ্ঠের জলভাগের যে স্থান চন্দ্রের ঠিক সামনে আসে, চন্দ্রের আকর্ষণের জন্য সেখানে তখন প্রবল টান অনুভূত হয়, ফলে সেখানকার জলরাশি চন্দ্রের আকর্ষণে স্ফীত হয়ে ওঠে এবং পৃথিবীর অন্যান্য স্থানের জলভাগ থেকেও কিছু জল ওই স্থানে চলে আসে। ফলে পৃথিবীপৃষ্ঠের ওই অংশে জোয়ারের সৃষ্টি হয়। এভাবে চন্দ্রের আকর্ষণে পৃথিবীর কোনো স্থানের জলভাগে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে। পূর্ণিমা তিথিতে চন্দ্রের আকর্ষণস্থলে ভূপৃষ্ঠের জলভাগের কোনো স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হয়।
Comments
Post a Comment