পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
মুখ্য জোয়ার
পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীকে চন্দ্রের পরিক্রমণের ফলে পৃথিবী ও চন্দ্রের অবস্থান বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়ার জন্য জোয়ারভাটারও তারতম্য হয়। আবর্তনের ফলে ভূপৃষ্ঠের জলভাগের যে স্থান চন্দ্রের ঠিক সামনে আসে, চন্দ্রের আকর্ষণের জন্য সেখানে তখন প্রবল টান অনুভূত হয়, ফলে সেখানকার জলরাশি চন্দ্রের আকর্ষণে স্ফীত হয়ে ওঠে এবং পৃথিবীর অন্যান্য স্থানের জলভাগ থেকেও কিছু জল ওই স্থানে চলে আসে। ফলে পৃথিবীপৃষ্ঠের ওই অংশে জোয়ারের সৃষ্টি হয়। এভাবে চন্দ্রের আকর্ষণে পৃথিবীর কোনো স্থানের জলভাগে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে। পূর্ণিমা তিথিতে চন্দ্রের আকর্ষণস্থলে ভূপৃষ্ঠের জলভাগের কোনো স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হয়।
Comments
Post a Comment