প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মুখ্য জোয়ার
পৃথিবীর আবর্তন গতি এবং পৃথিবীকে চন্দ্রের পরিক্রমণের ফলে পৃথিবী ও চন্দ্রের অবস্থান বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়ার জন্য জোয়ারভাটারও তারতম্য হয়। আবর্তনের ফলে ভূপৃষ্ঠের জলভাগের যে স্থান চন্দ্রের ঠিক সামনে আসে, চন্দ্রের আকর্ষণের জন্য সেখানে তখন প্রবল টান অনুভূত হয়, ফলে সেখানকার জলরাশি চন্দ্রের আকর্ষণে স্ফীত হয়ে ওঠে এবং পৃথিবীর অন্যান্য স্থানের জলভাগ থেকেও কিছু জল ওই স্থানে চলে আসে। ফলে পৃথিবীপৃষ্ঠের ওই অংশে জোয়ারের সৃষ্টি হয়। এভাবে চন্দ্রের আকর্ষণে পৃথিবীর কোনো স্থানের জলভাগে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে। পূর্ণিমা তিথিতে চন্দ্রের আকর্ষণস্থলে ভূপৃষ্ঠের জলভাগের কোনো স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হয়।
Comments
Post a Comment