প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
শৈবাল সাগর
আটলান্টিক মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে উষ্ণ উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যানারি স্রোত মিলিত হয়ে কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একটি ঘূর্ণস্রোত বা জলাবর্তের সৃষ্টি করে। এই বিশাল জলাবর্তের মাঝখানে কোনোরকম জলপ্রবাহ থাকে না বলে স্রোতবিহীন এই অঞ্চলে নানারকম শৈবাল বা শেওলা, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়। এইজন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলা হয়৷
নিয়ত বায়ুপ্রবাহ ও ভূখণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত সমুদ্রস্রোত অনেক সময় সমুদ্রের মধ্যবর্তী অংশে স্রোতের আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে। স্রোতের আবর্তের মধ্যবর্তী অংশ স্রোতহীন হওয়ায় সামুদ্রিক আগাছা ও শৈবাল জন্মায়। শৈবাল সাগর বলতে—স্রোতহীন, আগাছা সমৃদ্ধ, সমুদ্রের এই অংশকে বোঝায়। সাধারণত, নাতিশীতোষ্ণ অঞ্চলের কম উষ্ণতা, কম লবণতা ও কম গভীরতাযুক্ত সমুদ্রই শৈবাল সৃষ্টির পক্ষে আদর্শ।
আটলান্টিক মহাসাগর ছাড়াও উত্তর প্রশান্ত মহাসাগরেও উত্তর প্রশান্ত-মহাসাগরীয় স্রোত, কুরোশিয়ো বা জাপান স্রোত,উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোতের জলাবর্তের মাঝখানে প্রকাণ্ড একটি শৈবাল সাগর দেখা যায়।
Comments
Post a Comment