এক নজরে হরপ্পা সভ্যতা - Harappan civilization at a glance আবিষ্কারের সময় : ১৯২২ খ্রিস্টাব্দ। আবিষ্কারক : রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। অবস্থান : সিন্ধুনদের উপত্যকায়। সময়কাল : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
স্থানীয় বায়ু
বছরের নির্দিষ্ট সময়ে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভূমিরূপও অন্যান্য প্রাকৃতিক কারণে তাপ ও চাপের পার্থক্যের ফলে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বায়ু প্রবাহিত হয় এবং স্থানীয় নামেই সেগুলি পরিচিত হয়। এই সকল বায়ুপ্রবাহকে স্থানীয় বায়ু (Local winds) বলে।
এইসব বায়ুর প্রবাহ ও প্রভাব স্বল্প পরিসর অঞ্চলেই সীমাবদ্ধ। স্থানীয় বায়ু সাধারণত মরুভূমি বা উঁচু পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়।
স্থানীয় বায়ুর উদাহরণ—
(১) সাহারা মরুভূমি থেকে প্রবাহিত বিভিন্ন উষ্ণ বায়ুপ্রবাহ– সাহারা মরুভূমি থেকে একরকম উষ্ণ মরু বায়ু প্রবাহিত হয়; যাকে স্পেনে সোলোনো, সিসিলিতে সিরিক্কো, মিশরে খামসিন, এবং গিনি উপকূলে হারমাট্টান বলে।
(২) আল্পস পর্বত থেকে প্রবাহিত শীতল ও শুকনো বায়ুকে ফ্রান্সে মিস্ট্রাল, দক্ষিণ ইটালিতে বোরা, জার্মানির রাইন উপত্যকায় ফন বলা হয়।
(৩) এছাড়া গ্রীষ্মকালে প্রবাহিত ‘লু’, ‘কালবৈশাখী’, এবং ‘আঁধি’ হল স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ।
Comments
Post a Comment