প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ল্যাব্রাডর স্রোত
উত্তর আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল স্রোতের নাম ল্যাব্রাডর স্রোত। কানাডার উত্তর-পূর্বে ল্যাব্রাডর উপদ্বীপের উপকূলে প্রবাহিত হওয়ায় এই স্রোতের নাম ল্যাব্রাডর স্রোত। উত্তর মহাসাগর বা সুমেরু মহাসাগর থেকে দুটি শীতল স্রোত গ্রিনল্যান্ডের পশ্চিম ও পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়ে লাব্রাডর উপদ্বীপের কাছে মিলিত হয়; এই মিলিত শীতল স্রোতকে লাব্রাডর স্রোত বলে।
পূর্ব গ্রিনল্যান্ড স্রোত এবং গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে প্রবাহিত সুমেরু স্রোত গ্রিনল্যান্ডের দক্ষিণে কানাডার ল্যাব্রাডর উপদ্বীপের কাছে মিলিত হয় এবং শীতল ল্যাব্রাডর স্রোত রূপে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। নিউফাউন্ডল্যান্ডের পূর্ব উপকূলে উত্তরদিক থেকে আগত শীতল ল্যাব্রাডর স্রোত ও দক্ষিণদিক থেকে আগত উষ্ণ উপসাগরীয় স্রোত পাশাপাশি, কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে। অবশেষে, শীতল ল্যাব্রাডর স্রোতের ভারী জল, উষ্ণ উপসাগরীয় স্রোতের হালকা জলের নীচে নেমে গেলে ল্যাব্রাডর স্রোতের অস্তিত্ব শেষ হয়। প্রকৃতপক্ষে, ল্যাব্রাডর স্রোতই মেরু অঞ্চল থেকে হিমশৈল বয়ে এনে নিউফাউন্ডল্যান্ড উপকূলে গ্র্যান্ড ব্যাংক নামে মগ্নচড়া ও মৎস্যক্ষেত্রের সৃষ্টি করে। শীতল ল্যাব্রাডর স্রোতের জন্যই কানাডার উত্তর-পূর্ব উপকূল বছরের প্রায় নয় মাস বরফে ঢাকা থাকে। এই স্রোতের দৈনিক গড় গতিবেগ প্রায় ২৮ কিমি।
Comments
Post a Comment