দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
আকস্মিক বায়ুপ্রবাহ
কোনো স্বল্প পরিসর স্থানে দ্রুত বায়ুচাপের হ্রাস বা বৃদ্ধি ঘটলে আকস্মিকভাবে যেসব বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে আকস্মিক বায়ু বলে। এই প্রকার বায়ুপ্রবাহ কোনো নির্দিষ্ট স্থানে ও সময়ে, নিয়মিতভাবে প্রবাহিত হয় না। এই সকল বায়ুপ্রবাহের স্থায়িত্বকাল কম। তাই এই প্রকার বায়ুপ্রবাহকে অনিয়মিত বায়ুপ্রবাহও বলে। আমাদের দেশে গ্রীষ্মকালে ‘কালবৈশাখী ঝড়’ এবং শরৎকালে ‘আশ্বিনের ঝড়’ ঘূর্ণবাত শ্রেণির প্রবল বিধ্বংসী বায়ুপ্রবাহ।
এই প্রকার বায়ুপ্রবাহ কোনো নির্দিষ্ট স্থান বা কালে নিয়মিতভাবে প্রবাহিত হয় না। এই প্রকার বায়ুপ্রবাহের উৎপত্তি হয় আকস্মিকভাবে এবং এদের প্রবাহকাল ক্ষণস্থায়ী।
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত আকস্মিক বায়ুর উদাহরণ।
স্বল্প পরিসর স্থানে ঘন নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে বাতাস প্রবলবেগে কুণ্ডলী আকারে কেন্দ্রের দিকে প্রবাহিত হয়, একে ঘূর্ণবাত বলে। আবার কোনো স্থানে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হলে বাতাস কুণ্ডলী আকারে কেন্দ্র থেকে বাইরের দিকে প্রবাহিত হয়, একে প্রতীপ ঘূর্ণবাত বলে।
Comments
Post a Comment