প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
নিরক্ষীয় নিম্নচাপযুক্ত শান্তবলয়
নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ৫°-১০° অক্ষাংশের মধ্যবর্তী বলয়াকৃতি নিম্নচাপ অঞ্চলকে নিরক্ষীয় নিম্নচাপবলয় বলে।
👉 এই অঞ্চলে সূর্যকিরণ সারাবছর লম্বভাবে পড়ায় বাতাস যথেষ্ট উষ্ণ ও হালকা হয়।
👉 এই অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় প্রচণ্ড উত্তাপে প্রচুর জলীয়বাষ্প উৎপন্ন হয়। তা ছাড়া এই অঞ্চলের ঘন অরণ্য বাষ্পমোচন ক্রিয়ায় প্রচুর জলীয়বাষ্প ত্যাগ করে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি।
👉 এই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হওয়ায় কেন্দ্রবিমুখী শক্তির প্রভাবে বাতাস বিক্ষিপ্ত হয়।
এইসব কারণে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ, জলীয় বাষ্পপূর্ণ ও হালকা বায়ুর চাপ কম (নিম্ন) হয় এবং নিম্নচাপের বায়ু হালকা হয় বলে সোজা উপরে উঠে যেতে থাকে। প্রধানত ঊর্ধ্বগামী বলে এই বায়ুর বিভিন্ন দিকে প্রবাহ নেই বললেই চলে, ফলে এখানে একটি শান্তভাববিরাজ করে। তাই এই অঞ্চলকে নিরক্ষীয় শান্তবলয়ও বলা হয়।
Comments
Post a Comment