শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
নিয়ত বায়ুপ্রবাহ
পৃথিবীর বিভিন্ন অংশে অবস্থিত স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়গুলির প্রভাবে যেসব বায়ু নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে, নিয়মিতভাবে সারাবছর প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ুপ্রবাহ বলে।
চাপবলয়গুলির স্থায়ী অবস্থানই নিয়ত বায়ুর স্থায়ী প্রবাহ সৃষ্টি করে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু নিয়ত বায়ুপ্রবাহের উদাহরণ।
আয়ন বায়ু উভয় গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং মেরু বায়ু মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
Comments
Post a Comment