🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
নিয়ত বায়ুপ্রবাহ
পৃথিবীর বিভিন্ন অংশে অবস্থিত স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়গুলির প্রভাবে যেসব বায়ু নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে, নিয়মিতভাবে সারাবছর প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ুপ্রবাহ বলে।
চাপবলয়গুলির স্থায়ী অবস্থানই নিয়ত বায়ুর স্থায়ী প্রবাহ সৃষ্টি করে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু নিয়ত বায়ুপ্রবাহের উদাহরণ।
আয়ন বায়ু উভয় গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং মেরু বায়ু মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
Comments
Post a Comment