নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো : বিভাগ ১: সাধারণ ধারণা ও জগদীশচন্দ্র বসু ১. উদ্দীপকের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানে সংলগ্ন থেকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালনকে ________ বলে। ২. প্রাণীদের মতো উদ্দীপনায় সাড়া দেওয়ার ঘটনাকে উদ্ভিদের ________ বলে। ৩. শৈবালদের স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করাকে ________ বলে। ৪. আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের বৃদ্ধি মাপার জন্য ________ যন্ত্রটি ব্যবহার করেছিলেন। ৫. বনচাঁড়ালের পত্রক দুটির চলনকে ________ চলন বলা হয়। ৬. লজ্জাবতী লতার বিজ্ঞানসম্মত নাম হলো ________। ৭. স্পর্শ করলে লজ্জাবতীর পাতার রসস্ফীতি চাপ ________ যায়।
নিয়ত বায়ুপ্রবাহ
পৃথিবীর বিভিন্ন অংশে অবস্থিত স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়গুলির প্রভাবে যেসব বায়ু নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে, নিয়মিতভাবে সারাবছর প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ুপ্রবাহ বলে।
চাপবলয়গুলির স্থায়ী অবস্থানই নিয়ত বায়ুর স্থায়ী প্রবাহ সৃষ্টি করে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু নিয়ত বায়ুপ্রবাহের উদাহরণ।
আয়ন বায়ু উভয় গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং মেরু বায়ু মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
Comments
Post a Comment