নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
আপেক্ষিক আর্দ্রতা
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা একটি অনুপাত। সাধারণত এই অনুপাতকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়।
অর্থাৎ, আপেক্ষিক আর্দ্রতা= নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ / ওই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ × ১০০
আপেক্ষিক আর্দ্রতা ৫০% এর অর্থ হল, ওই বায়ু সম্পৃক্ত হবার জন্য যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন, বায়ুতে তার শতকরা ৫০ ভাগ আছে৷ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০% এবং শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা শূন্য। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যাস্তানুপাতী অর্থাৎ, বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে এবং বায়ুর উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। সাধারণত ৯০%-এর বেশি আপেক্ষিক আর্দ্রতা বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি করে। আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে কোনও স্থানের বায়ুর আপেক্ষিক স্যাতসেঁতে ভাব মাপা হয়। হাইগ্রোমিটার বা শুষ্ক ও আর্দ্র কুণ্ড থার্মোমিটারে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। আপেক্ষিক আর্দ্রতা বায়ুর সম্পৃক্ততার মাত্রা নির্দেশ করে।
Comments
Post a Comment