প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
আপেক্ষিক আর্দ্রতা
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ ও সেই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করবার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতের শতকরা মাত্রাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা একটি অনুপাত। সাধারণত এই অনুপাতকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়।
অর্থাৎ, আপেক্ষিক আর্দ্রতা= নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ / ওই তাপমাত্রায় সমপরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ × ১০০
আপেক্ষিক আর্দ্রতা ৫০% এর অর্থ হল, ওই বায়ু সম্পৃক্ত হবার জন্য যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন, বায়ুতে তার শতকরা ৫০ ভাগ আছে৷ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০% এবং শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা শূন্য। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যাস্তানুপাতী অর্থাৎ, বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে এবং বায়ুর উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। সাধারণত ৯০%-এর বেশি আপেক্ষিক আর্দ্রতা বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি করে। আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে কোনও স্থানের বায়ুর আপেক্ষিক স্যাতসেঁতে ভাব মাপা হয়। হাইগ্রোমিটার বা শুষ্ক ও আর্দ্র কুণ্ড থার্মোমিটারে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। আপেক্ষিক আর্দ্রতা বায়ুর সম্পৃক্ততার মাত্রা নির্দেশ করে।
Comments
Post a Comment